....

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences. Now replace these with your own descriptions.

Sunday, July 5, 2020

জ্যামিতি (অনুশীলনী-৮.১)

৭. প্রমাণ কর যে, চতুভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে , তা একটি সামান্তরিক।       
                                                     
সমাধানঃ





বিশেষ নির্বাচনঃ মনেকরি , ABCD চতুভুজের AB বাহু এবংDC বাহু পরস্পর সমাব ও সমান্তরাল ।
প্রমান করতে হবে যে , ABCD একটি সামন্তরিক ।
অঙ্কনঃ A, C যোগ করি ।
প্রমাণ :

ধাপ যথার্থতা
(১) AB ও CD রেখা সমান্তরাল এবং AC তাদের ছেদক।
∴⎳BAC= ⎳DCA
[একান্তর কোণ সমান]
(২) অনুরুপভাবে ad সমান্তরাল dc এবং ac তাদের ছেদক ।
∴⎳ACB= ⎳CAD
যথার্থতা
(৩)∆ABC ও  ∆ADC এ,
⎳BAC= ⎳DCA
⎳ACB= ⎳CAD
AC=AC
 ∴∆ABC ≅∆ADC
∴⎳ABC= ⎳ADC

[১ হতে]
[২ হতে]
[সাধারন বাহু]
[কোণ বাহু কোণ উপপাদ্য]
(৪)অনুরুপভাবে,
⎳BAD= ⎳BCD

 এখন, BC ও AD রেখাদ্বয়ের ছেদক AC দ্বারা উৎপন্ন একান্তর কোণদ্বয় সমান হওয়ায় BC ও AD রেখাদ্বয় সমান্তরাল ।
সুতরাং  BC ও AD বাহুদ্বয় সমান ও সমান্তরাল ।
অর্থাৎ ABCD চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল ।
অতএব , ABCD একটি সামান্তরিক।

বীজগণীতিয় সূত্রাবলী (অনুশীলনী-৪.৩)

 উৎপাদকে বিশ্লেষণ কর-                                                                       ১।a3+8                                                                                            
সমাধান:  a3+8
              =(a)3 +(2)
              =(a+2){(a)2+(a)(2)+(2)2}
               =(a+2)(a2+2a+4)       

Monday, February 3, 2020

মুনাফা

একই হার মুনাফায়  কোন মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা এবং ২ বছরান্তে মূলধন ৬৭৬০ টাকা হলে , মূলধন কত ?

সমাধান : 
মনেকরি
             আসল P টাকা এবং বার্ষিক মুনাফার হার r
আমরা জানি ,
                          চক্রবৃদ্ধি মূলধন ,C=P(১+r)
                         ১ম বছরান্তে চক্রবৃদ্ধি মুলধন C=P(১+r)
                          ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মুলধন C=P(১+r)২

          প্রশ্নমতে ,
                     C=P(১+r)১ =৬৫০০ .................................(১)
                     C=P(১+r)২= ৬৭৬০ ..............................(২)

   ১ নং এর উভয় পক্ষকে বর্গ করে পাই ,

                         P২(১+r)২ = (৬৫০০)২ ........................(৩)


  (৩) নং কে (২) নং দ্বারা ভাগ করে পাই , 
              P২(১+r)২/(P(১+r) =(৬৫০০)২ /(৬৭৬০ )
              P = (৬৫০০x৬৫০০)/(৬৭৬০ ) 
                  P = ৬২৫০ টাকা ।




Tuesday, January 7, 2020

পরিমাপ

***একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ । এর ক্ষেত্রফল ২১৬বর্গমিটারহলে,পরিসীমাকত?                                                                                                                             

সমাধান :

মনেকরি ,

 আয়তাকার ঘরটির প্রস্ত = ক মিটার, সেহেতু দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ

∴আয়তাকার ঘরটির দৈর্ঘ্য=(ক এর ১×১/ ২ )মিটার

                             = ৩ক /২ মিটার

∴আয়তকার ঘরটির ক্ষেত্রফল = (ক×৩ক /২) বর্গমিটার

=৩ক২ /২  বর্গমিটার

প্রশ্নমতে, ৩ক২ /২  = ২১৬

      ক২= ২১৬×২ /৩

     ক২=১৪৪

      ক=√১৪৪

        ∴ ক = ১২

∴ আয়তকার ঘরটির প্রস্থ, ক = ১২ মিটার

∴ আয়তকার ঘরটির দৈর্ঘ্য = ৩ক /২ মিটার

    = (৩×১২)/২ মিটার

     = ১৮ মিটার

∴  আয়তাকার ঘরটির পরিসীমা = ২( দৈর্ঘ্য + প্রস্থ)

 =২(১৮+১২) মিটার

   =২×৩০ মিটার

     =৬০ মিটার

∴ পরিসীমা ৬০ মিটার ।

পরিমাপ

  *** আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর এবং তার দৈর্ঘ্য প্রস্তের ৪ গুন । ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার ?                                                                                                                                          

সমাধান  
আমরা জানি

                ১ একর =৪০৪৬.৮৬ বর্গমিটার
                      ১০ একর = (৪০৪৬.৮৬×১০) বর্গমিটার
                              =৪০৪৬৮.৬ বর্গমিটার
আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল= ৪০৪৬৮.৬ বর্গমিটার ।

মনেকরি ,
               ক্ষেত্রটির প্রস্ত= ক মিটার
                ক্ষেত্রটির দৈঘ্য= (৪×ক) মিটার
                   ক্ষেত্রফল = (ক×৪ক) মিটার
                       =৪ক২  বর্গমিটার

প্রশ্নমতে,
         ৪ক২ =  ৪০৪৬৮.৬
             বা, ক২ = ৪০৪৬৮.৬ /৪
                 বা, ক২ = ১০১১৭.১৫
                 বা, =√১০১১৭.১৫=১০০.৫৮৪০

ক্ষেত্রটির দৈর্ঘ্য= ৪ক
                 =(৪×১০০.৫৮৪০) মিটার
                     =৪০২.৩৩৬১ মিটার
                        =৪০২.৩২ মিটার (প্রায়)
                             ক্ষেত্রটির দৈর্ঘ্য ৪০২.৩২ মিটার (প্রায়)।

Monday, January 6, 2020

পরিমাপ

**একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্ত ৪০ মিটার । পুকুরের পাড়ের বিস্তার 
     ৩ মিটার হলে, পাড়ের ক্ষেত্রফল কত?  

দেওয়া আছে ,
                     পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার
                         পুকুরের প্রস্ত ৪০ মিটার
 

আমরা জানি ,
                পুকুরের ক্ষেত্রফল= (পুকুরের দৈর্ঘ্য* পুকুরের প্রস্ত) বর্গ একক
                                            =(৬০*৪০)বর্গমিটার
                                                 =২৪০০ বর্গমিটার
 আবার ,
             রাস্তাবাদে পুকুরের দৈর্ঘ্য (৬০+ ২*৩) মিটার
                                                =৬৬মটার
                       

                          রাস্তাবাদে পুকুরের প্রস্ত ( ৪০+ ২*৩) মিটার
                                                          =৪৬মিটার
 

রাস্তাবাদে পুকুরের ক্ষেত্রফল=(৬৬*৪৬)বর্গমিটার
                                           =৩০৩৬ বর্গমিটার
 

রাস্তার ক্ষেত্রফল=(৩০৩৬-২৪০০)বর্গমিটার
                         =৬৩৬বর্গমিটার ।